Tuesday, 30 November 2021

বটিয়াঘাটার বারোআড়িয়া স্মৃতিসৌধ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

বটিয়াঘাটার বারোআড়িয়া স্মৃতিসৌধ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা
বটিয়াঘাটার বারোআড়িয়া স্মৃতিসৌধ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা



 বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলার বারোআড়িয়া স্মৃতিসৌধ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে তাদেরকে সরণ করা হয়। ১৯৭১ সালে ২৯ নভেম্বর এই দিনে ৬০ ঘন্টা যুদ্ধেরপর বটিয়াঘাটা থানার বারোআড়িয়া রাজাকার ক‍্যাম্পের পতন হয়। যুদ্ধে জ‍্যোতিষ মন্ডল ও আব্দুল আজিজ মোল্লা শহীদ হয়। তাদের স্মৃতির প্রতি বারোআড়িয়া স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বারোআড়িয়া শহীদ স্মরনী মহাবিদ্যালয় মাঠে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বটিয়াঘাটা বাজারে শহীদ সৃতি শহীদে অর্পন করা হয়। বারোআড়িয়া কলেজের অধ্যক্ষ ফিরোজ আহমেদ তোরাব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশন সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,

ডুমুরিয়া উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক,শহীদ জ‍‍্যোতিষের ভাই অরবিন্দু মন্ডল,জেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর,বারোআড়িয়া যুদ্ধের উপ অধিনায়ক যুদ্ধের সৈনিক নুরুল ইসলাম খোকন, এ যুদ্ধের সৈনিক বীর মুক্তিযোদ্ধা বজরুল রশিদ আজাদ,চন্দ্রকান্ত তরফদার,জি এম নাজিম উদ্দিন।  


বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদ,বটিয়াঘাটা ইউনিট, মুজিববাহিনী ৭১ ও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ও সংবাদকর্মী। আরো উপস্থিত ছিলেন অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, উপ অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা

নুরুল সলাম খোকন ও যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা খুলনার বাগমারার তপন কুমার বিশ্বাস,বটিয়াঘাটার সামছুর রহমান বিশ্বাস, মুকুল কান্তি বিশ্বাস,বজলু রশিদ আজাদ, টুটপাড়ার প্রশান্ত কুমার ঘোষ, রনজিত ইন্দু বল,খায়রুল কবির লনি, বটিয়াঘাটার  হরিপদ মন্ডল,ডুমুরিয়ার চন্দ্র কান্ত তরফদার, শুধাংশ শেখর ফৌজদারী, সন্তোষ রাহা, অমল বৈরাগী, হিমাংশু বৈরাগী., নির্ভল রায়, সন্তোষ বিশ্বাস, রাম কৃষ্ণ বিশ্বাস, তেরখাদার গাউজ কবির কালু,শেখ ফিরোজ রহমান, আবু সিনা, ইবনে ওয়াইদ, তেতুলতলা ক‍্যাম্প থেকে আগত মোস্তাফিজুর রহমান নবাব, আব্দুর রব, সালাউদ্দিন হাবিব, তৈবুর রহমান, কালিকুজ্জামান বাবুল,জাহিদ শেখ, আনোয়ার খা, আব্দুল গফফার, বিদ‍্যূৎ,বাচ্চু, ও চান্দু আরো অনেকে। উপস্থিত ছিলেন,খুলনার সাংবাদিক মোতাহার রহমান বাবু,বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সহ সভাপতি হিরামন মন্ডল সাগর প্রমুখ


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: