পিসিমন্ডল, পাইকগাছা।।পাইকগাছায় করোনার ভাইরাসের টিকা প্রদানের ডোজের গন্ডি সোয়া দু'লাখ পার হলো। শনিবারবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকা কেন্দ্রের তদারকি কালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন,পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হয় ৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখ থেকে।
শুরু থেকে এ পর্যন্ত মোট রেজিস্ট্রেশন করেছেন ১ লাখ ৬২ হাজার ২৯ জন। আর গত ২৪ ঘন্টায় রেজিস্ট্রেশন করেছেন
১ হাজার ৭ জন। মোট টিকা প্রদান করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৯ শত ৬৯ ডোজ, গত ২৪ ঘন্টায় টিকা প্রদান করা হয়েছে মোট ২ হাজার ৫ শত ৯১ ডোজ । কোভিশিল্ড/এস্ট্রেজেনিকা প্রথম ডোজ মোট ৬৯ হাজার ১শত ৯৭ জন কে এবং ২য় ডোজ মোট ১৯ হাজার ৯ শত ৬২ জন কে প্রদান করা হয়েছে।
এ টিকা ২৪ ঘন্টায় প্রথম ডোজ ২ হাজার ১ শত ৪৩ জন কে এবং ২য় ডোজ ১শত ৯৩ জন কে প্রদান করা হয়েছে। সিনোফার্ম / ভেরোসেল ১ম ডোজ মোট ৭৭ হাজার ২ শত ৯৫ জন কে এবং দ্বিতীয় ডোজ মোট ৫০ হাজার ৫ শত ১৫ জনকে প্রদান করা হয়েছে। এ টিকা দ্বিতীয় ডোজ ২৪ ঘন্টায় ২ শত ৫৫ জন কে প্রদান করা হয়েছে। ইউএইচএফপিও
ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ নীতিশ চন্দ্র গোলদার আরো জানান, সবার কাছে আমার ম্যাসেজ যারা কোভিশিল্ড (এস্ট্রেজেনিকা) টিকা নিতে চান ৩০ নভেম্বরের মধ্যে রেজিষ্ট্রেশন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে অথবা কমিউনিটি ক্লিনিক হতে টিকা নেয়ার অনুরোধ জানাচ্ছি। এরপরে কোভিশিল্ড টিকা পাওয়ার অনিশ্চয়তা রয়েছে। আপনাদের সহযোগিতার জন্য অনিঃশেষ কৃতজ্ঞতা
0 coment rios: