Sunday, 28 November 2021

পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি অজিত, সম্পাদক অনাদীকৃষ্ণ বিজয়ী

 

পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি অজিত, সম্পাদক অনাদীকৃষ্ণ বিজয়ী


Purna Chandra Mondal পিসিমন্ডল, পাইকগাছা।। উৎসব মুখর পরিবেশে পাইকগাছা আইনজীবী সমিতি'র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার আইনজীবী পরিষদ মিলনায়তনে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতীহীন ভাবে সমিতির ৬৮ ভোটারের মধ্যে ৬৬ জন সদস্য তাদের ভোট প্রদান করেন। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী এ্যাড. অজিত কুমার মন্ডল সভাপতি ও সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী এ্যাড. অনাদিকৃষ্ণ মন্ডল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে এ্যাড. অজিত কুমার মন্ডল সর্বোচ্চ ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হোন। তার অপর দুই প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের এ্যাড. আব্দুর রাজ্জাক ও স্বতন্ত্র প্রার্থী এ্যাড. প্রশান্ত কুমার মন্ডল ১১টি করে ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে এ্যাড. অনাদিকৃষ্ণ মন্ডল ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হোন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম মুজিবর রহমান পেয়েছেন ৩০ ভোট।



 বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলে ৬ জয়ী প্রার্থীরা হলেন, সহ সভাপতি পদে এ্যাড.এম এম ইদ্রীসুর রহমান ৩০ ভোট , ক্রীড়া ও সমাজ-কল্যাণ সম্পাদক পদে বিজয় কৃষ্ণ মন্ডল ৩৪ ভোট, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে সরদার সুবেহ সাদিক ৩৩ ভোট এবং সদস্য পদে সমীর কুমার বিশ্বাস ৩৮ ভোট ও মোঃ নজির আহম্মদ ৩৪ ভোটে নির্বাচিত হয়েছেন। অপরদিকে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলে ৫ জয়ী প্রার্থীরা হলেন, সহ সভাপতি পদে জিএম আককাছ আলি(৪৪) ,যুগ্ম-সম্পাদক মোঃ আব্দুল মজিদ গাজী(৩২), সদস্য পদে একরামুল হক বিশ্বাস (৩৬) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এবং ইতোপূর্বে লাইব্রেরী সম্পাদকএ‌্যাডঃ মোঃ মোহতা‌ছিম বিল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হোন। নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন এ্যাড. মোঃ শফিকুল ইসলাম কচি, সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেখ বারিকুল ইসলাম ও রেখা রানী বিশ্বাস।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: