
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলে ৬ জয়ী প্রার্থীরা হলেন, সহ সভাপতি পদে এ্যাড.এম এম ইদ্রীসুর রহমান ৩০ ভোট , ক্রীড়া ও সমাজ-কল্যাণ সম্পাদক পদে বিজয় কৃষ্ণ মন্ডল ৩৪ ভোট, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে সরদার সুবেহ সাদিক ৩৩ ভোট
এবং সদস্য পদে সমীর কুমার বিশ্বাস ৩৮ ভোট ও মোঃ নজির আহম্মদ ৩৪ ভোটে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে
সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলে
৫ জয়ী প্রার্থীরা হলেন, সহ সভাপতি পদে জিএম আককাছ আলি(৪৪) ,যুগ্ম-সম্পাদক মোঃ আব্দুল মজিদ গাজী(৩২), সদস্য পদে একরামুল হক বিশ্বাস (৩৬) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এবং ইতোপূর্বে লাইব্রেরী সম্পাদকএ্যাডঃ মোঃ মোহতাছিম বিল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হোন।
নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন এ্যাড. মোঃ শফিকুল ইসলাম কচি, সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেখ বারিকুল ইসলাম ও রেখা রানী বিশ্বাস।
0 coment rios: