((মোঃ আব্দুল আজিজ,)) পাইকগাছায় মুক্তিপণের দাবীতে অপহৃত কলেজ ছাত্র আমিনুরকে খুন করার ৩ দিন অতিবাহিত হলেও নিহতের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে খুনের এ ঘটনায় আটক ফয়সালকে আসামী করে থানায় মামলা করেছে নিহতের পিতা। খুনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে একমাত্র আসামী ফয়সাল। মৃতদেহ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, গত রোববার রাত ৯টার দিকে উপজেলার শ্যামনগর গ্রামের ছুরমান গাজীর ছেলে ও কপিলমুনি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আমিনুর রহমান (১৭) কে গদাইপুর গ্রামের জিল্লুর সরদারের ছেলে ফয়সাল সরদার (২০) আগড়ঘাটা সংলগ্ন কপোতাক্ষ নদের পাড়ে কুপিয়ে হত্যার পর মৃতদেহ নদে ভাসিয়ে দেয়। এরপর নিহতের ব্যবহৃত ফোন দিয়ে তার পিতার কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। মুক্তিপণের টাকা নিয়ে চলে যাওয়ার সময় শিবসা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে আটক করা হয় ফয়সালকে।
এ ঘটনায় নিহত কলেজ ছাত্রের পিতা বাদী হয়ে আটক ফয়সালকে আসামী করে থানায় হত্যা মামলা করে। যার নং-০৭, তাং ০৯/১১/২০২১ ইং।
থানার ওসি জিয়াউর রহমান জানান, এ হত্যাকান্ডে অন্যকেউ জড়িত আছে কিনা এ সংক্রান্ত কোন তথ্য ফয়সালের কাছ থেকে পাওয়া যায়নি। তবে খুনের দায় স্বীকার করে মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে আসামী ফয়সাল। খুনের এ ঘটনা নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে এবং লাশ উদ্ধারের ব্যাপারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে বলে ওসি জিয়াউর রহমান জানিয়েছেন।
0 coment rios: