স্নেহেন্দু বিকাশ- সওজ বিভাগের অধিনে পাইকগাছা-কয়রা হতে ডুমুরিয়ার ১৮ মাইল পর্যন্ত ৬৫ কিঃ মিঃ সড়কের বাঁক সরলী ও প্রশ্বস্তকরন মেগা প্রকল্পের ৪৫% কাজের অগ্রগতি হয়েছে। মঙ্গলবার দুপুরে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত চলমান সড়কের মান উন্নতীকরণ শীর্ষক মতবিনিময় সভায় খুলনা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আনিছুজ্জামান মাসুদ এমন তথ্য উপস্থাপন করেছেন। এসভায় প্রধান অতিথি খুলনা-৬ ( পাইকগাছা-কয়রার) এমপি মোঃ আক্তারুজ্জামান বাব প্রকল্পের খুটি-নাটি দিক সম্পর্কে দীর্ঘ বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা ও কয়রার উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও এমএম শফিকুল ইসলাম। দু উপজেলার ইউএনও মমতাজ বেগম ও অনিমেশ বিশ্বাস। মতবিনিময় সভায় নির্বাহী প্রকৌশলী আরোও জানান, স্থানীয় এমপির প্রচেষ্টায় ও প্রধানমন্ত্রীর দ্রূত পদক্ষেপে গত ১৮-৬-২০ সালে একনেক সভায় ৩শ ৩৯ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে এ মেগা প্রকল্পটির অনুমোদন মেলে। ২ লেনের ২৪ ফুট সড়কের বাঁক সরলী করন, প্রশস্ত করন, জমি অধিগ্রহন,নদী শাসন,আর,সি,সি, প্যালাসাইটিং,আর সিসি,ইউ ড্রেন সহ ৩ টি প্যাকেজে ২২ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান মোজাহার এন্টার প্রাইজ লিঃ এর প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে। ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলুর পরিচালনায় মতবিনিময় সভায় নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করার তাগিদ দিয়ে বক্তব্য রাখেন সওজ বিভাগের উপ-সহকারী আজিম কাওসার, সহকারী প্রকৌশলী গোপেষ দে,পাইকগাছা উপজেলা আ'লীগের সিনিয়র সহ-সভাপতি সমীরন সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস,দু' উপজেলার চেয়ারম্যানদের মধ্যে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,আ: মান্নান গাজী, কওসার আলী জোয়াদ্দার ,কে,এম,আরিফুজ্জামান তুহিন,রিপন মন্ডল, কাজল কান্তি বিশ্বাস,আবু জাফর সিদ্দিকী রাজু,আ: ছালাম কেরু,শাহজাদা আবু ইলিয়াস, শেখ জিয়াদুল ইসলাম জিয়া,আব্দুল্লাহ আল মামুন,বাহারুল ইসলাম,আছের আলী মোড়ল,পৌর প্যানেল চেযারম্যান মাহাবুবুর রহমান রঞ্জু,আ'লীগ নেতা নির্মল মন্ডল, শংকর দেবনাথ, আরশাদ আলী বিশ্বাস,প্রভাষক ময়নুল ইসলাম,বিভুতী ভুষন সানা,দাউদ শরীক, মঙ্গল মন্ডল,সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, আলাউদ্দিন রাজা,প্রজেক্ট ম্যানেজার হুমায়ুন কবির,প্রশান্ত মন্ডল, দীলিপ কুমার সহ অনেকে। এর পুর্বে এমপি আক্তারুজ্জামান বাবু জিরোপয়েন্ট নামক স্থানে ১ কোটি টাকা ব্যয়ে ১ তলা বিশিষ্ট আধুনিক পরিদর্শন ব্যাংলোর নির্মান কাজের শুভ উদ্বোধন করেন।
Tuesday, 9 November 2021
Author: সুপ্রভাত পাইকগাছা
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios: