পাইকগাছায় চারবান্দা মাধ্যমিক বিদ্যালয়ে রবিউল ইসলাম রবি গাজী সভাপতি নির্বাচিত |
স্নেহেন্দু বিকাশ- পাইকগাছায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ রবিউল ইসলাম রবি গাজী আবারো চারবান্দা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে একাডেমীক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দীকির সভাপতিত্বে অনুষ্ঠিত কমিট গঠন সভায় সর্বসম্মতিক্রমে রবি গাজী সভাপতি নির্বাচিত হন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবদীন,প্রধান শিক্ষক পরিমল কুমার সানা, অভিভাবক সদস্য মোঃ আজিজুর রহমান গাজী,বিপুল সানা,মইদুল সানা,মাবেক ইউপি সদস্য আনিছুর রহমান,সংরক্ষিত মহিলা সদস্য কনিকা রানী মন্ডল,শিক্ষক প্রতিনিধি মোঃ আলামীন,লক্ষীকান্ত সানা ও মানবিকা মরদার সহ অনেকে। এদিকে ম্যানিজিং কমিটির নব নির্বাচিত রবি গাজী সহ অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিরা খুলনা-৬ ( পাইকগাছা-কয়রা)'র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
0 coment rios: