পাইকগাছায় পূজা উদযাপন পরিষদ সভাপতির নামে মামলার প্রতিবাদে সমাবেশ |
প্রতিনিধি পাইকগাছা: পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমিরণ কুমার সাধু'র নামে মিথ্যা অভিযোগ এনে হয়রানি মূলক মামলার প্রতিবাদে সমাবেশ অুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ
ও হিন্দু মহাজোটের ব্যানারে এ সমাবেশ হয়েছে। হিন্দুবৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রবিন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদের সম্পদক আনন্দ মোহন বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক তৃপ্তিরজ্ঞন সেন, হিন্দু মহজোট সভাপতি এ্যাড, শিবু প্রসাদ সরকার, রবিন্দ্র নাথ কর্মকার, সন্তোষ সরকার, কৃষ্ণ পদ মন্ডল, আশোক কুমার ঘোষ, বিভুতি ভূষন সানা, কেষ্ট পদ মন্ডল, রজ্ঞন সরকার, জগদিস রায়, হেমেশ চন্দ্র মন্ডল, বিষ্ণ সাধু প্রমুখ।
0 coment rios: