পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর হস্তক্ষেপে আরো একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে।
জানাগেছে, সোমবার রাতে উপজেলার গড়ইখালীর হোগলারচক গ্রামের সাহেব আলী শিকারীর নবম শ্রেণি পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন করে মেয়ের মা ও চাচা।
এ বিয়ের আয়োজন মেনে নিতে না পেরে মেয়ের পিতা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহটি বন্ধ করে দেন এবং প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মেয়ের মা ও চাচার নিকট থেকে লিখিত মুচলিকা নেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, আনসার কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন, মোঃ খোরশেদ আলম ও ভিডিপি সদস্য মোঃ আব্দুস সামাদ গাজী।
(5)
0 coment rios: