পাইকগাছায় শান্তিপুর্ন ভাবে হরিঢালী ইউপিতে ভোট হচ্ছে |
স্নেহেন্দু বিকাশ- পাইকগাছায হরিঢালী ইউপিতে শান্তিপুর্ন ভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। সলুয়া রামনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
সোট ভোটার ১৬৫০ জন। প্রিজাইডিং অফিসার ফারুক হোসেন জানান, বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ১১২৫ টি। তবে পুরুষের উপস্থিতি খুবই কম।
মেম্বর প্রার্থী ফারুক হোসেন,সিরাজুল মোড়ল সহ সংরক্ষিত মহিলা প্রার্থী ভানু বেগম সহ স্থানীয়রা বলেন ভোট খুবই নিরপেক্ষ হচ্ছে।
0 coment rios: