পাইকগাছার দেলুটি ইউনিয়নে জেল হত্যা দিবস পালিত। |
বাবুল আক্তার ঃ পাইকগাছায় দেলুটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার স্মরনে ৩ রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নারী উন্নয়ন কেন্দ্রে দেলুটি ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এ দিবস পালন করা হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু অনিল কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেলুটি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) রিপন কুমার মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সুকৃতি মোহন সরকার, এ্যাড,পিযুষ কান্তি সরকার, বীরেন্দ্র নাথ মল্লিক, নলীনাক্ষ নাথ বৈদ্য, আবু জাফর শেখ, মনোজ রায়, বনমালী রায়, তরুন কান্তি সরকার, রবীন্দ্রনাথ মন্ডল, কালিদাস মন্ডল, নিশীত মজুমদার, সুশান্ত রায়, বিমল কৃষ্ণ ঘোরামী, রনজিত মন্ডল, মহাদেব রায়, কৃষ্ণপদ চক্রবর্তী, ইউপি সদস্য কিংশুক রায়, রবীন্দ্রনাথ মন্ডল, চম্পক বিশ্বাস, সুকুমার কবিরাজ, বদিয়ার রহমান, পলাশ রায়, রামচন্দ্র টিকাদার, রিংকু রায়, পবিত্র সরদার, লক্ষ্মী রানী সরকার, বিনতা সরকার, মেরী রানী সরদার, সাবেক ইউ পি সদস্য প্রীতিলতা ঢালী, চঞ্চলা রানী মন্ডল, ডালিম রায়, নিরাপদ দফাদার, যুবলীগ নেতা শেখ মোহম্মদ আলী, রবীন্দ্রনাথ সরকার, তন্ময় ঘোষ, নারায়ন সরদার, লোচন সরকার, নারায়ন রায়, অতিনু মন্ডল, বিভূতি মন্ডল, সুকৃতি বিশ্বাস, সত্যেন রায়, শ্রীকৃষ্ণ রপ্তান, প্রতুল সরদার, স্মৃতিশ রায়, নিতীশ সরদার, বিশ্বজিত ঢালী, শেখর রায়, নিলয় মন্ডল, বিবেক মন্ডল, দিলীপ মন্ডল, মানব বৈরাগী, সুমাল্য সরকার, সুকল্যান সরকার, ভূবেন সরদার সহ প্রমুখ।
0 coment rios: