Wednesday, 3 November 2021

পাইকগাছায আ'লীগের জেল হত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত -suprovatpaikgachha.com



পাইকগাছায আ'লীগের জেল হত্যা দিবসের   আলোচনা সভা অনুষ্ঠিত
স্নেহেন্দু বিকাশ- পাইকগাছায় আওযামীলীগের উদ্যোগে ৩রা নভেম্বর জেল হত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভার শুরুতে জাতীয় ৪ নেতার নির্মম হত্যাকান্ডের স্বরনে ১মিনিট নিরবতা পালন করা হয়। উপজেলা আ'লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে উপজেলা সংগঠনের সম্পাদক শেখ কামরুল হাসান টিপু ও যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ'লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি এ্যাড: সোহরাব আলী সানা। আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সহ-সভাপতি সমীর সাধু,সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেযারম্যান রশীদুজ্জামান,সাবেক ইউপি চেয়ারম্যান আ'লীগ নেতা রুহুল আমিন বিশ্বাস,দীপক মন্ডল,বিজন বিহারী,একরামুল ইসলাম,এস,এম,রেজাউল হক,আরশাদ আলী বিশ্বাস,স্নেহেন্দু বিকাশ,শংকর দেবনাথ,বিভুতী ভুষন সানা,নির্মল অধিকারী,এসএম আয়ুব আলী,নির্মল বৈদ্য, হেমেশ মন্ডল, ভূধর মন্ডল,তৃপ্তি রঞ্জন সেন,এ্যাড : আবুল কালাম আজাদ,বিমল পাল,প্রভাষক আ: ওহাব বাবলু, আব্দুর রাজ্জাক রাজু,জগদীশ রায,নাজমা কামাল,এম,এম, আজিজুল হাকিম,পরেশ মন্ডল, আকরামুল ইসলাম,গৌরঙ্গ মন্ডল, প্রভাষক বাবলুর রহমান,জি,এম,মিজানুর রহমান, প্রসেনজিৎ ঢালী, রায়হান পারভেজ রনি সহ অনেকে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: