পাইকগাছায় অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন ইউপি চেয়ারম্যান তুহিন |
পি সি মণ্ডল: পাইকগাছায় কেএফডি-৮৯ এর সহযোগীতায় এবং লস্কর ইউপি চেয়ারম্যান তুহিন কাগজীর সার্বিক পরিচালনায় বিভিন্ন ইউনিয়নের অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে আবারো হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে লক্ষ্মীখোলা কাগজী বাড়ী প্রাঙ্গণে ৬নং লস্কর ইউপি চেয়ারম্যান ও উপজেলা পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক কেএম আরিফুজ্জামান তুহিন এর সভাপতিত্বে হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ মোঃ কামরুল হাসান টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সচিব বিভূতি ভূষণ সানা। উপস্থিত ছিলেন যুবলীগের জিএম ইকরামুল ইসলাম, এম এম আজিজুল হাকিম, মিজানুর রহমান, ব্যবসায়ী মোঃ আনারুল ইসলাম, ইউপি সদস্য জিএম তাজউদ্দীন, টিএম হাসানুজ্জামান, মোঃ রফিকুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম লিটন, অরবিন্দ কুমার মন্ডল, পরমানন্দ সানা, অরুনা বেগম, ছাত্রলীগের রায়হান পারভেজ রনি, ইউপি সচিব মোঃ ফারুক হোসেন সরদার, শিবুপদ রায়, আমির হোসেন ঢালী, জাকির হোসেন গাজী, তেজেন মন্ডল, কালাম কাগজী, মশিয়ার সরদার, আব্দুল্লাহ আল মামুন, আঃ হান্নান সানা, সোহাগ কাগজী, দিনার সানা, সালামুন গাজী, আওছাফুর রহমান, দফাদার মোঃ রবিউল ঢালী সহ আরো অনেকে। হুইলচেয়ার প্রাপ্তরা হলেন- পাইকগাছা মালথ গ্রামের মোঃ মজিদ গাজী, খড়িয়া'র অরুণ চন্দ্র মন্ডল, ধামরাইল এর সিমা খাতুন, বান্দিকাটি'র মোস্তফা আবির ও পাইকগাছার টুকি মন্ডল।
0 coment rios: