Saturday, 6 November 2021

পাইকগাছায় ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত-suprovatpaikgachha.com

suprovatpaikgachha.com
 পাইকগাছায় ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত



স্নেহেন্দু বিকাশ- "বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নমন" এ প্রতিপাদ্য বিষয়ের উপর পাইকগাছায় আলোচনা সভা ও পুরস্কার বিতরনের মধ্যদিয়ে ৫০ তম জাতীয় সমবায় দিবসের কর্মসূচি পালিত হয়েছে । শনিবার সকালে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা ও সমবায়ী পতকা উত্তোলন করে কর্মসূচি শুরু হয়। এর পর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সমবায় করকর্তা বেনজির আহমেদ এর সভাপতিত্বে  আলোচনা প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দকে পুরস্কার স্বরুপ ক্রেস্ট তুলেদেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা সরদারন আলী আহসান,রাড়ুলী সেন্ট্রাল কোঃ ব্যাংকের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর,ওসি  প্রতিনিধি এস আই মোস্তাফিজুর রহমান,পাইকগাছা প্রেসক্লাব সভাপতি এ্যাডঃ এফএমএ আঃ রাজ্জাক। সমবায়ী পঞ্চানন সানার পরিচালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি-সম্পাদক ও প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন,মোর্ত্তজা আলমগীর রুলু,সন্তোষ কুমার সরকার,বিজন মন্ডল,এম মোসলেম উদ্দিন আহম্মেদ,আশোক ঘোষ,বিদ্যুৎ বিশ্বাস,বৈদ্য নাথ মন্ডল,গাজী শহিদুল ইসলাম,দীলিপ ঢালী, অধিবাস সানা,দ্বীজেন্দ্র ণাথ মন্ডল,অমরেশ মন্ডল,কৃষ্ণা রানী কবিরাজ,শুকুরুজ্জামান, ইব্রাহীম খলিল,বাসুদেব কবিরাজ, ভল্টন মন্ডল, ফারুক আহম্মেদ সহ অনেকে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: