পি,সি মন্ডল পাইকগাছাঃঃপাইকগাছাসহ বিভিন্ন এলাকায় গৃহহীনদের গৃহ নির্মাণ, প্রতিবন্ধী ও অসহায়দের সেবা করে মানবতার চেয়ারম্যান উপাধি পেলেন কেএম আরিফুজ্জামান তুহিন। তিনি উপজেলার ৬নং লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা পুলিশিং ফোরামের সেক্রেটারি।
গৃহহীনদের গৃহ নির্মাণ, অস্বচ্ছল প্রতিবন্ধীদের হুইল চেয়ার, শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে ইয়ারফোন ও অসহায়দের মাঝে শীত বস্ত্র, আর্থিক সহায়তা প্রদান করে মানবতার চেয়ারম্যান ভূষিত হলেন তুহিন। এছাড়া উচ্চ শিক্ষায় অংশ নেয়া কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানও করে আসছেন। ইতোমধ্যে তার এই সেবা খুলনা, সাতক্ষীরা জেলার ও পিরোজপুর জেলার কয়েকটি অঞ্চল পর্যন্ত পৌছে দিয়েছেন।
বুধবার পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের গৃহহীন উপেন্দ্রনাথ মন্ডলের ছেলে নিরাপদ মন্ডলকে লক্ষাধিক টাকায় ঘর নির্মাণের ব্যবস্থা ও এক মাসের খাদ্য সামগ্রী দিয়েছে। ২৩ ডিসেম্বর রাড়ুলী ইউপির কাটিপাড়া গ্রামের অসহায় দু’প্রতিবন্ধী ভাই শাওন দাস (২০) ও গোপাল দাস (১৭) পরিবারকে লক্ষাধিক টাকা ব্যয়ে ঘর নির্মাণ ও এক মাসের খাদ্য সামগ্রী প্রদান করেন। বিগত তিনটি নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে প্রতিবন্ধীদের সেবা দিয়ে আসছেন।
প্রতিটা প্রাকৃতিক দূর্যোগে ব্যক্তি উদ্যোগে ক্ষতিগ্রস্ত ওয়াপদার বেড়ি বাঁধ সংস্কার, ক্ষতিগ্রস্থদের সেবা, শীত বস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করে এলাকাবাসীর কাছ থেকে মানবতার চেয়ারম্যান উপাধি পেয়েছেন। সম্প্রতি তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, সোনাডাঙ্গা বাসষ্টান্ড, খুলনা বাজারের অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও আর্থিক অনুদান দিয়েছেন।
উচ্চ শিক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান গড়ইখালীর এক অসহায় শারীরিক প্রতিবন্ধী এসএসসি পরীক্ষার্থীকে চলতি পরীক্ষার কয়েকদিন আগে তার দায়িত্ব নিয়েছে।
প্রতিবন্ধীর দাবী প্রেক্ষিতে তার বাড়ীতে সৌর বিদ্যুতের ব্যবস্থা, নতুন পোশাক, নগদ টাকা প্রদানসহ কেন্দ্রে আসা যাওয়ার ব্যবস্থা করেন। এব্যাপারে চেয়ারম্যান তুহিন বলেন, অসহায় প্রতিবন্ধীদের সেবা করা ও তাদের পাশে থাকা তার নেশা ও পেশায় পরিনত হয়েছে। যতদিন তিনি সুস্থ থাকবে ততদিন এসেবা তিনি অব্যাহত রাখবেন বলে এ প্রতিনিধিকে জানান।
0 coment rios: