পি,সি,মন্ডল পাইকগাছাঃঃ পাইকগাছায় বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে যুবলীগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বাসষ্টান্ড জিরো পয়েন্ট হয়ে দলীয় কার্যালয়ে শেষ হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্বে করেন সাবেক উপজেলা যুবলীগের সভাপতি এস এম শামসুর রহমান। প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমিরন সাধু।
প্রধান বক্তা থিলেন, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। যুবলীগনেতা গৌরাঙ্গ মন্ডল ও পরেশ মন্ডল-এর সঞ্চালায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা মোঃ রশিদুজ্জামান মোড়ল, বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মলঙ্গী, বিজন বিহারী সরকার, গোলক বিহারী মন্ডল, সরদার মোজাফফর হোসেন, পবিত্র মন্ডল, এস,এম আয়ূব আলী, রুহুল আমীন বিশ্বাস, গাজী মিজান, বি এম শফি, কৃষ্ণপদ মন্ডল, জি এম ইকরামুল ইসলাম, এস এম রেজাউল হক, শেখ আতাউর রহমান, হেমেশ চন্দ্র মন্ডল, সুকুমার ঢালী, পরেশ মন্ডল, এ্যাড,শেখ আবুল কালাম আজাদ, উত্তম দাস, হাফিজুর রহমান, অশোক অধিকারী, সঞ্জীব রায়, চিত্তরঞ্জন, জহুরুল হক সানা, আছাবুর রহমান, রজব আলী গাজী, বাবুল আক্তার আনিস গোলদার, মানাব সানা, শেখ শহীদ তৌতিদ হোসেন, বাবুলাল বিশ্বাস, ওয়াহিদুজ্জামান মোড়ল, অনুপ ঘোষ, এম এম আলী অলি, মহাসিন মোড়ল, অখিল মন্ডল, আলমগীর হোসেন, সাইদুর রহমান পল্টু, মীর শাহিন হোসেন, শেখ রাজু আহমেদ, দেবাশীষ মন্ডল, রমেশ মন্ডল, শহীদ গাজী শিমুল বিল্লাল, বাবুল হোসেন বাবু গাইন, কামরুল ইসলাম গাইন, ছাত্রলীগের ফাইমিন সরদার, সাব্বির হোসেন, আবির আকাশ, আরিফ আহমেদ জয়, জিএম মিজানুর রহমান, সঞ্জয় মজুমদার, শফিকুল ইসলাম, রাজীব গোলদার, কবির হোসেন সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
0 coment rios: