পাইকগাছায় নারী ও যুব নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে পানিই জীবন প্রকল্পের আওতায় উন্নয়ন সংস্থা সুশীলন এ প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গোবিন্দ কুমার দে, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও পানিই জীবন প্রকল্পের সিডিও আরিফুন নেসা শিলা।
প্রশিক্ষণে গদাইপুর ও গড়ইখালী ইউনিয়নের এলএসপি স্থানীয় সেবা প্রদানকারী এবং মৎস্য ও প্রাণিসম্পদ ও সবজি উৎপাদনকারী দলের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণলব্দ জ্ঞান কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
0 coment rios: