পাইকগাছা অফিসঃঃপাইকগাছায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করার লক্ষ্যে পাইকগাছা উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি এ্যাড. প্রশান্ত, সাধারণ সম্পাদক অমল সহ ৯ সদস্যের কমিটি নির্বাচিত হয়েছেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ কমিটি ঘোষনা করা হয়। মঙ্গলবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিভাগীয় সমন্বয়ক কমঃ এস.এ রশীদ। সভাপতিত্ব করেন, পাইকগাছা উপজেলা কমিটির সভাপতি কমঃ সুভাষ সানা মহিম। বক্তা ছিলেন, খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমঃ এ্যাড. এম এম রুহুল আমিন, সহ-সাধারণ সম্পাদক কমঃ শেখ আব্দুল হান্নান, জেলা কমিটির প্রবীন কমিউনিস্ট নেতা কমঃ গুলজার রহমান।
উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমঃ এ্যাডঃ প্রশান্ত মন্ডল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সদস্য কমঃ পলাশ দাশ, এ্যাড. নিত্যনন্দ ঢালী, সহ সাধারণ সম্পাদক কমঃ অমল কৃষ্ণ মন্ডল, কমঃ এস এম আফজাল হোসেন, শিশির সরকার, হাবিবুর রহমান, দিপক মন্ডল, অনুকূল মন্ডল, পিংকি দাশ, আফসানা সহ উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাইকগাছা প্রেসক্লাবে শেষ হয়। ৯ সদস্যের কমিটির অন্যান্যরা হলেন, সহ সাধারণ সম্পাদক কমঃ রামপ্রসাদ সাধু, সদস্য কমঃ গুলজার রহমান, এস এম আফজাল হোসেন, শিশির সরকার, অজিত বর্মণ, আঃ রাজ্জাক ও আজিজুল ইসলাম।
0 coment rios: