Tuesday, 28 December 2021

জন্মলগ্ন থেকেই আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ মানবকল্যাণ, দেশের কল্যাণের কাজ করে যাচ্ছে: শেখ আবু হানিফ

জন্মলগ্ন থেকেই আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ মানবকল্যাণ, দেশের কল্যাণের কাজ করে যাচ্ছে: শেখ আবু হানিফ

পি,সি,মন্ডলঃঃ বিজয় সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আবু হানিফ বলেন, জন্মলগ্ন থেকেই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মানবকল্যাণ, দেশের কল্যাণের কাজ গুরুত্ব দিয়ে করে যাচ্ছে। 



 করোনার মধ্যে সারা বিশ্ব বিপর্যস্ত হলেও জীবনের ঝুঁকি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে, নির্দেশনায়আওয়ামী লীগের নেতাকর্মী নিবেদিতপ্রাণ হয়ে মানবকল্যাণে দেশের মানুষের জন্য, দেশের জন্য রাজনীতি করে যাচ্ছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।


বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণে আওয়ামী লীগ দেশের জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি অবশ্যই আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। তিনি মঙ্গলবার বিকালে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পাইকগাছা পৌরসভা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত¡রে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আজিজুর রহমান রাসেল। সম্মানিত অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক  বিএমএ'র দপ্তর সম্পাদক ডাঃ শেখ শহীদ উল্লাহ,

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, কওছার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ্বাস, শেখ জিয়াদুল ইসলাম জিয়া৷


প্রভাষক বজলুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা

  সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনসুর আলী গাজী, নির্মল ঢালী, নির্মল বৈদ্য, নির্মল অধিকারী,  জিএম ইকরামুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, শংকর দেবনাথ, এসএম সামছুর রহমান, হেমেশ চন্দ্র মন্ডল, শেখ বেনজীর আহম্মেদ বাচ্চু, বিভূতী ভুষণ সানা, এস এম রেজাউল হক, হেমেশ চন্দ্র মন্ডল, এ্যাড.পীযূষ কান্তি সরকার, স্নেহেন্দু বিকাশ, গৌরাঙ্গ মন্ডল, পরেশ মন্ডল, এ্যাডঃ শেখ আব্দুর রশিদ,  শেখ আঃ কালাম আজাদ, পবিত্র মন্ডল, জগদীশ রায়, এ্যাড. আবুল কালাম আজাদ, বাবুলাল বিশ্বাস,  জি এম মিজানুর রহমান, উত্তম দাশ , আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, কেডি বাবু, দিপংকর মন্ডল,

উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রর্তী, সাধারণ সম্পাদক ফাইমিন সরদার, 


 

সহ-সভাপতি জিএম কামরুল হাসান ও গফফার খাঁ,  দপ্তর সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অমল রাজ মন্ডল সহ জেলা, বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

 এদিকে সম্মেলনকে ঘিরে উপজেলাজুড়ে সাজ সাজ রব দেখা যায়। প্রধান প্রধান সড়কে নির্মাণ করা হয়েছে তোরণ। ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে । যেন উৎসবের আমেজ বইছে 

সমগ্র উপজেলা সদর।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: