ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলার তৃতীয় লিঙ্গের দুই জনপ্রতিনিধিকে সংবর্ধনা জানানো হয়েছে।
তারা দুই জন হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত ইউপি সদস্য তৃতীয় লিঙ্গের কুলসুম খাতুন ও কলারোয়া পৌরসভার সংরক্ষিত আসনে নির্বাচিত নারী কাউন্সিলর তৃতীয় লিঙ্গের দিথী খাতুন।
আজ সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে খুলনা মহানগরীতে হিজড়া কল্যান ফাউন্ডেশনের সভাপতি পান্না হিজড়া (গুরু মা) তাদের সংবর্ধনা দেন। এ সময়ে গুরু মা নব নির্বাচিত দুই জনপ্রতিনিধিকে সামাজের কল্যানে কাজ করার অহ্বান জানান।
আরও পড়ুন ঃপাইকগাছার গড়ইখালী ইউপি'র ২ কিঃ মিটার রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন
এসময়ে উপস্থিত ছিলেন তৃতীয় লিঙ্গের খুকি হাজী, প্রিয়াংকা, চন্দনা, খুশী, আকলিমা, শিউলী, শিমলা, শিল্পী, দিপালী, মৌ, মালেকা, নুপুর, মিষ্টিসহ অনেকে।
ফেসবুকের সাথে কমেন্ট করুন
0 coment rios: