স্নেহেন্দু বিকাশ- পাইকগাছা-গিলাবাড়ী জিসি সড়কের গড়ইখালী ইউপি'র বগুড়ারচক টু সুড়িখালী অভিমুখি ২ কিঃ মিটার রাস্তার কার্পেটিং ( পিস) কাজ শুরু হয়েছে।
গতকাল গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি,এম,আব্দুস ছালাম কেরু কার্পেটিং কাজের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা প্রমদ রঞ্জন রায়,ইউপি সদস্য মোঃ মোমিন গাজী,আব্বাস মোল্লা সহ উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ১৮-১৯ অর্থবছরে ২ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে খুলনার এম,জেট,টি এ্যান্ড এম,জেড,ই,জেবি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছেন।
দীর্ঘদিনের অবহেলিত এ রাস্তায় পিচের কাজ সম্পন্ন হওয়ায় এলাকাবাসী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র সরকার ও স্থানীয় সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিকে, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান জানান, পাইকগাছা-কয়রার এমপি মহোদয়ের চেষ্টায় ইতোমধ্যে আরোও ৩ রাস্তার কার্পেটিং:কাজের টেন্ডার হয়েছে ।
কার্যাদেশ সম্পন্ন রাস্তা ৩ টি হলো সোলাদানা ইউপি'র বেতবুনিয়া টু আমুরকাটা পর্যন্ত সাড়ে ৪ কিঃ মিটার, কপিলমুনির হাবিবনগর থেকে শামুকপোতা মোড় পর্যন্ত আড়াই কিঃ মিটার ও পাইকগাছা টু গিলাবাড়ী জিসি'র লস্করের খড়িয়ার অংশে ১৭শ মিটার রাস্তায় কার্পেটিং'কাজের টেন্ডার সম্পন্ন হয়েছে।
এ সম্পর্কে সংসদ সদস্য মো: আক্তারুজ্জামান বাবু এ প্রতিনিধিকে বলেন, সংসদ নির্বাচনকালে প্রতিশ্রুতি দেওয়া একাধিক রাস্তা সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পর্যায়ক্রমে বাস্তবায়ন হচ্ছে। তিনি নির্বাচনী এলাকার মানুষের কাছে দোয়া- আর্শীবাদ কামনা করে জানান,এরইমধ্যে অনেক মেগা প্রকল্প টেন্ডারের অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন মহান বিজয় দিবসে কেসিসি’র নানা আয়োজন
0 coment rios: