পি,সি,মন্ডল পাইকগাছা অফিসঃআরিয়ানা তামান্না ২০২১ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় পাইকগাছা কেন্দ্র থেকে এ+ পেয়ে কৃতিত্বের সাথে উর্ত্তীর্ণ হয়েছে। পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী।
সে ৫ম ও ৮ম শ্রণীতে বৃত্তি পেয়েছিল। ভবিষ্যতে সে ডাক্তার হতে চায়। তার পিতা গোলাম কিবরিয়া রিপন ও মা শিল্পী আক্তার তাদের মেয়ের জন্যসকলের কাছে দোয়া চায়।
0 coment rios: