Thursday, 30 December 2021

পাইকগাছার শিবসা নদী এখন গোচরণ ভুমি

 

পাইকগাছার শিবসা নদী এখন গোচরণ ভুমি

পি,সি,মন্ডল .পাইকগাছাঃঃপাইকগাছা শিবসা নদী ভরাট হয়ে গোচরণ ভুমিতে পরিনত হয়েছে। দ্রæত খননের উদ্যোগ না নেয়ায় চরম দুর্ভোগ আতংকে ভুগছে পাইকগাছাবাসী।

উপজেলার পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত এক সময়ের খরস্রোত শিবসা নদী। নৌকা, লঞ্চ, স্টিমারসহ বিভিন্ন নৌযান চলাচল করতো। কয়রা- পাইকগাছা ও বড়দল এলাকা লোকজন নৌ পথেই সহজেই যাতায়ত করতো।এখন সব কিছুই শুধু কল্পনা। অথচ সেই নদী এখন সম্পুর্ণ পলি জমে ভরাট হয়ে গেছে।জেগে উঠেছে বিশাল চর। পরিনত হয়েছে গোচারণ ভুমিতে। চরের বিশাল বিশাল এলাকা দখল করে নিয়েছে অনেকেই। 

বিশাল এলাকা জুড়ে গেওয়া,গোলপাতাসহ বিভিন্ন গাছ লাগিয়ে গড়ে উঠেছে বনাঞ্চল। সাধারণ মানুষ পায়ে হেটে পার চলাচল করে। জোয়ারের সময় হাটু পানি দেখা যায়। শহর রক্ষা বাঁধ না থাকায় আষাড় শ্রাবণ মাসে জোয়ারের পানিতে এলাকা প্লাবিত হয়। পাইকগাছা পানি উন্নয়ন বোর্ডের এস.ও রাজু আহম্মেদ জানান, নদী খনন না হওয়া পর্যন্ত এ সমস্যা সমাধানের কোন বিকল্প নেই।

 খননের জন্য সরকারের কাছে লেখা হয়েছে। পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, শিববাটী ব্রীজ থেকে হাঁড়িয়া পর্যন্ত শিবসা নদী খননের জন্য আমি চেষ্ঠা করে যাচ্ছি। নামে মাত্র নদী আছে বাস্তবে নদী তার অস্তিত্ব হারাতে বসেছে। খুলনা জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু  বলেন, বেশি কিছু বলার নেই পাইকগাছাবাসীর একটাই দাবী শিবসা নদী খনন। যার কোন বিকল্প নেই।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: