পি, সি, মন্ডল পাইকগাছা ঃ পাইকগাছায় জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভার
মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে৷ দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম৷ উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আপনার অধিকার আপনার দায়িত্ব দুর্নীতিকে না বলুন প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস নানা আয়োজনে পালিত হয়৷
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রdতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হরেকৃষ্ণ দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সদস্য মো: নিজাম উদ্দিন, পূর্ণ চন্দ্র মন্ডল ও জামিনুর ইসলাম, কবীন্দ্র নাথ সানা, এনজিও প্রতিনিধিদের মধ্যে আরআরএফ এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক মুশফিকুর রহমান, উত্তরণ ব্রাঞ্চ ম্যানেজার মাহফুজা সুলতানা, ব্র্যাক প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিন, টি এম এস ম্যানেজার শুকদেব কুমার বিশ্বাস, আরআরএফ ম্যানেজার শাহিনুর রহমান সহ অনেকে
0 coment rios: