পাইকগাছা অফিস।। পাইকগাছায় জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন -২০২১ উপলক্ষ্যে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জুনিয়র কনসালটান্ট গাইনী ডাঃ সুজন কুমার সরকার এরসভাপতিত্বে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, এস আই সঞ্জিত কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।স্বাগত বক্তব্য রাখেন এনেসথেসিওলজিস্ট ডা: সাফিকুল ইসলাম সিকদার। নার্গিস বানু'র পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ সাইফুল্লাহ ইবনে মান্নান, ডাঃ বাপ্পা দাস, এমটি উদয় কুমার মন্ডল , এম টি ই পি আই সাহানারা পারভীন, স্বাস্থ্য পরিদর্শক মীর আব্দুল সেলিম , প্রভাষক ময়নুল ইসলাম,সহ স্বাস্থ্য পরিদর্শক নুর আলী মোড়ল পরিসংখ্যানবিদ মাসরুজ্জামান জাহানারা খাতুন, সাংবাদিক বি সরকার, পূর্ণ চন্দ্র মন্ডল , এইচএ বেবী সরদার , তরুলতা, প্রজিত রায় , রনি প্রমূখ। উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভায় জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পালিত হবে। এবার মোট উদ্দিষ্ট শিশুর লক্ষ্যমাত্রা ২৪৪৪২ জন। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী মোট ২৫৯২ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপস্যুল এবং ১২মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ২১৮৫০ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপস্যুল খাওয়ানো হবে। মোট কেন্দ্র সংখ্যা ২৪১ টি। মোট স্বেচ্ছা সেবিকার সংখ্যা ৪৮২ জন।
অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মুল ,অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১১ ই ডিসেম্বর ২০২১ তারিখ থেকে ৪ দিন ব্যাপী ইপিআই কেন্দ্রসমূহে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার৷ এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন৷
0 coment rios: