পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও থানা পুলিশিং ফোরামের সেক্রেটারি জনাব কে এম আরিফুজ্জামান (তুহিন) অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে নিয়মিতভাবে হুইল চেয়ার এবং শ্রবন প্রতিবন্ধীদের মাঝে ইয়ারফোন বিতরণ করে আসছেন। ইতিমধ্যে তার এই সেবা খুলনা সাতক্ষীরার বিভিন্ন অঞ্চল সহ সূদুর পিরোজপুর পর্যন্ত পৌচেছে । এছাড়াও তিনি ব্যক্তি উদ্যোগে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকেন ।
বিগত কয়েকদিন আগে তিনি পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের মতুয়া সম্প্রদায়ের একটি মহা উৎসবে আমন্ত্রিত হয়েছিলেন।
সেখানে উপস্থিত হয়ে তিনি স্থানীয় উজ্জ্বল মন্ডলের মাধ্যমে জানতে পারেন যে, গোয়ালবাথান গ্রামের জনৈক উপেন্দ্রনাথ মন্ডলের পুত্র নিরাপদ মন্ডল জীর্নশীর্ন ঘরে মানবেতর জীবন যাপন করছেন । তিনি বিষয়টি শুনে নিরাপদ মন্ডলের বাড়ীতে যান এবং তার সাথে কথা বলে, নতুন ঘর তৈরী করে দেওয়ার আশ্বাস প্রদান করেন । ইতিমধ্যে চেয়ারম্যান তুহিন কাগজীর আশ্বাসের ভিত্তিতে নিরাপদ মন্ডলের বাড়ীতে নতুন টিনের ঘর নির্মিত হয়েছে ।
আজ সন্ধ্যায় চেয়ারম্যান তুহিন কাগজী হতদরিদ্র নিরাপদ মন্ডলের বাড়ীতে যান তাদের দেখা করার জন্য । এ সময় নিরাপদ মন্ডল জানান, তিনি নতুন ঘর পেয়ে অনেক খুশি, যা তিনি ভাষায় প্রকাশ করতে পারছেন না । এদিকে চেয়ারম্যান তুহিন কাগজী নিরাপদ মন্ডল সহ সকলের কাছে জননেত্রী শেখ হাসিনা এবং খুলনা-৬ আসনের মাননীয় সাংসদ জনাব আলহাজ্ব আক্তারুজ্জামান বাবুর জন্য দোয়া ও আশির্বাদ কামনা করেন।
এসময় চেয়ারম্যান মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন লস্কর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সচিব বাবু বিভূতী সানা, সোলাদানা ইউনিয়নের প্রশান্ত মন্ডল, স্থানীয় দীপক মন্ডল, বিরাম মন্ডল ও উজ্জ্বল মন্ডল সহ আরো অনেক।
0 coment rios: