স্নেহেন্দু বিকাশ- পাইকগাছায় ব্র্যাক আলট্রা পওর গ্রাজুয়েশন প্রোগ্রাম এর উদ্যোগে ১৫০ জন দরিদ্র নারী-পুরুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে ভিলেজ পাইকগাছা গ্রাম সামাজিক শক্তি কমিটির সহয়োগীতায় লস্কর-পাইকগাছা দাথিল মাদরাসা মাঠে এ কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোলাদানা ইউপি'র ১ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান লাভলু। গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি মোঃ মাোজাম আলী সানার সভাপতিত্বে কম্বল বিতরন সভায় উপস্থিত ছিলেন পাইকগাছা ব্র্যাক ম্যানেজার মোঃ জসীম উদ্দীন, এ্যরিয়া ম্যানেজার বিধান মল্লিক, পিও- বজলুর রহমান,কামনা বিশ্বাস, মেরীতাজ,জুলেখা খাতুন সহ স্থানীয় কমিটির হোসনেয়ারা খাতুন, উজ্জ্বল সানা, ইকরামুল সহ অনেকে।
0 coment rios: