ডুমুরিয়ার চুকনগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে খাদিজা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টা ৫০ মিনিটের দিকে চুকনগর-খুলনা মহাসড়কের চাকুন্দিয়া গ্রামের দোকানঘর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধা উপজেলার চাকুন্দিয়া গ্রামের মৃত এরশাদ আলী শেখের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঐ বৃদ্ধা চুকনগর-খুলনা মহাসড়কের চাকুন্দিয়া গ্রামের দোকানঘর নামক স্থানে রাস্তা পার হচ্ছিল। এসময় খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি মালবাহী ট্রাক বৃদ্ধাকে ধাক্কা দিলে তিনি ট্রাকের সামনে মহাসড়কের উপর ছিটকে পড়েন।
এসময় পিছনের চাকার সামনে পড়ে প্রায় ৫শ’ গজ টানতে টানতে নিয়ে কোমড়ের উপর দিয়ে চাকা উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মহাসড়কের উপর মহিলার মাথার খুলি ও শরীরের মাংসের টুকরো ছড়িয়ে আছে।
এ ব্যাপারে খর্ণিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান জানায়, লাশটি দেখে চেনার উপায় নেই। এ কারণে পরিবারের দাবির মুখে লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।
0 coment rios: