যশোরে এবার চালু হলো ‘পারসেল অ্যাপ’ নামে একটি ডেলিভারি সার্ভিস। এ অ্যাপের মাধ্যমে যেকোনো পণ্য যশোর শহরে এক ঘণ্টা এবং জেলার যেকোনো স্থানে পৌঁছাতে ২৪ ঘণ্টা সময় লাগবে বলে জানান সংশ্লিষ্টরা। এ সার্ভিসে ওষুধ, খাবার, মোবাইল ব্যাংকিং ও ব্যাংক ট্র্যান্সফার, লাইভ ট্র্যাকিং সুবিধাসহ অন্যান্য সুবিধা থাকছে ডিজিটেক্স লিমিটেডের এ অ্যাপটিতে।
রোববার বিকেলে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কেরক্যাফেটেরিয়ার বেজমেন্টে আয়োজিত পারসেল অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা পরিষদ যশোরের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজিটেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রতন কুমার দাস। স্বাগত বক্তৃতা করেন ডিজিটেক্স লিমিটেডের চিফ অপারেটিং অফিসার জিল্লুর রহমান জিল। পারসেল অ্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সুষ্মিতা ও অর্ণব বিশ্বাস। বক্তৃতা করেন জাতীয় মহিলা পরিষদের কেন্দ্রীয় নেতা হাবিবা শেফা, যশোরের সদস্য উম্মে মাকসুদা মাসু, নারী উদ্যোক্তা ইসমতয়ারা লিজা ও ব্যবসায়ী রাজু আহমেদ।
0 coment rios: