পাইকগাছায় কমলা রঙের বিশ^ গড়ি : নারীর প্রতি সহিংসতা বন্ধ করি এখনই বিষয়ের উপর চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবারর সকালে অফিসার্স ক্লাব চত্বরে কোয়ালিশন ফর দলিত রাইটস (সিএফডিআর) এর বাস্তবায়নে ও ইউএনডিপি (এইচআরপি) এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা দলিত এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু।
উপস্থিত ছিলেন, দলিতের প্রকল্প কর্মকর্তা যোয়াকিম মন্ডল, এ্যাডভোকেসি অর্গানাইজার সাগরিকা দাশ, জিপিএইচ যুব উন্নয়ন সংঘের সভাপতি অপু দাশ, আরকে যুব উন্নয়ন সংগঠনের সভাপতি সুব্রত দাশ ও পল্লী দলিতের জয়ন্ত দাস। প্রতিযোগিতায় উপজেলার দলিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
0 coment rios: