Wednesday, 1 December 2021

পাইকগাছায় ইউএনও'র নির্দেশে বাল্যবিবাহ বন্ধ: ভ্রাম্য আদালতে জরিমানা



পাইকগাছা ইউএনও,র নির্দেশে বাল্য বিবাহ বন্ধ- ভ্রাম্য আদালতে জরিমরিনা
পাইকগাছা ইউএনও,র নির্দেশে বাল্য বিবাহ বন্ধ- ভ্রাম্য আদালতে জরিমরিনা 

 পিসিমন্ডল,পাইকগাছা ৷৷ পাইকগাছায় উপজেলা নির্বাহী অফিসার প্রচেষ্টায় বাল্যবিবাহ বন্ধ ও ভ্রাম্য আদালতে ছেলের পিতাকে জরিমানা করা হয়েছে৷ 


 ঘটনাটি ঘটেছে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৈয়াছিটিবুনিয়া গ্রামে। জানা যায়, চাঁদখালীর কাটাবুনিয়া গ্রামের বাবুরাম গাইন বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেন তার অমতে পার্শ্ববর্তী কৈয়াসিটিবুনিয়া গ্রামের মধু সরদার তার ছেলে বিকাশ সরদার এর সহিত অপ্রাপ্ত বয়স্ক ৯ম শ্রেণীর স্কূল পড়ুয়া কন্যাকে বিবাহ দিচ্ছেন৷ 

অভিযোগের প্রেক্ষিতে ইউএনও'র নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কৈয়াসিটিবুনিয়া গ্রামের মধু সরদার, ছেলে বিকাশ সরদার এবং অপ্রাপ্তবয়স্ক কন্যাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন৷


 সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম ভ্রাম্যমাণ আদালতে ছেলের পিতাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং ছেলে ও মেয়ের বয়স যথেষ্ট কম থাকায় প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে উভয়পক্ষের অভিভাবকরা অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন৷


 এবং মেয়েটিকে তার পিতার হাতে তুলে দেন ৷ এ সময় উপস্থিত ছিলেন, পেশকার দিপংকর প্রসাদ মল্লিক আনসার ও ভিডিপি ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন, রাজিয়া সুলতানা ও সদস্য আব্দুস ছামাদ গাজী ৷


 উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম জানান, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি৷ সচেতনতাই পারে এটিকে রোধ করতে৷ বাল্যবিবাহ বন্ধে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে৷

 



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: