Thursday, 2 December 2021

চাঁদখালী ও গড়ইখালীর দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে চেয়ারম্যান তুহিন এর কম্বল বিতরণ

Chairman Tuhin distributes blankets among destitute and helpless people of Chandkhali and Garikhali



পিসিমন্ডল,পাইকগাছা৷৷ পাইকগাছায় অসহায় দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রেখেছেন লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন ৷

 তারই ধারাবাহিকতায় বুধবার রাতেউপজেলার চাঁদখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চক কাওয়ালী ও ৫নং ওয়ার্ডের ধামরাইল এবং গড়ইখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ বাইনবাড়িয়া গ্রামের দুঃস্থ, প্রতিবন্ধী, অসহায় ও শীতার্তদের বাড়ি বাড়ি পৌঁছে তিনি নিজেই এসকল কম্বলগুলো বিতরণ করেন৷



 এসময় তার সাথে ছিলেন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের ম়ধ্যে  জগদীশ রায়, প্রবির রায়, আল আমিন গাজী, মনিরুল ইসলাম, রেজাউল করিম, ছাত্রলীগ নেতা মোঃ শাহিনুর রহমান, তেজেন মন্ডল, রামকৃষ্ণ  বছাড়, প্রশান্ত মন্ডল ও সাইফুল মালী সহ আরো অনেকে৷


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: