পাইকগাছায় ৩ দলীয় নকআউট একদিনের ফাইনালে থানা ভলিবল একাদশ চ্যাম্পিয়ান। |
মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পাইকগাছা থানা সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরে থানা পুলিশ কতৃক আয়োজিত ৩ দলীয় নকআউট একদিনের ফাইনাল ভলিবল টুনামেন্টের অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪ টায় বঙ্গবন্ধু চত্বরে পাইকগাছা থানা কর্তৃক আয়োজিত ৩ দলীয় নকআউট ভলিবল টুর্নামেন্টের এর উদ্বোধন করেন পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান।
খেলায় যে ৩ টি দল অংশ গ্রহন করে তার মধ্য পাইকগাছা থানা ভলিবল একাদশ, কাঁকড়া সমিতি ভলিবল একাদশ, ও কোট চত্বর ভলিবল একাদশ। ফাইনালে থানা ভলিবল একাদশ কাঁকড়া সমিতেকে ভলিবল একাদশকে ২৫/৩০ পয়েন্টে পরাজিত করে শিরোপা জিতে নেন।
খেলাটি উপভোগ করেন সর্বস্তারের জনগণ। খেলায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা কয়রা ডি সার্কেল সিনিয়র পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডাক্তার প্রভাত কুমার দাশ।
খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। খেলার স্পন্সর করছে ভিভো অফিসিয়াল ব্রান্ডশপ পাইকগাছা।
0 coment rios: