পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছার নতুন বাজার ব্যবসায়ীদের সাথে থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে বৃহষ্পতিবার রাত ৮টায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ।
সম্পাদক আবু ছালেহ মোঃ ইকবালের উপস্থাপনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি নির্ম্মল চন্দ্র অধিকারী, সাবেক সম্পাদক সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, প্রশিক্ষিত হিলফুল ফুজুল যুব সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ মোস্তফা কামাল মিলন, জগন্নাথ দেবনাথ, ইউপি সদস্য মোঃ আজিজুল হক, তপন দেবনাথ, বিল্লাল হোসেন, নারায়ন ঘোষ, বজলুর রহমান, মোঃ আব্দুল মজিদ, ডাঃ রেজাউল ইসলাম, তারক চন্দ্র রায়, রমেশ বাছাড় প্রমুখ।
মতবিনিময় সভায় বাজারে সিসি ক্যামেরা স্থাপন, রাতে দোকানের সামনে আলোর ব্যবস্থা ও বাজারের পরিবেশ পরিচ্ছন্ন রাখাসহ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করা হয়।
0 coment rios: