Wednesday, 8 December 2021

সমৃদ্ধশালী পাইকগাছা গড়তে এ অঞ্চলকে লোনাপানি মুক্ত করতে হবে - এমপি বাবু


সমৃদ্ধশালী পাইকগাছা গড়তে  এ অঞ্চলকে লোনাপানি মুক্ত করতে হবে - এমপি বাবু


পিসিমন্ডল,পাইকগাছা৷৷ পাইকগাছা-কয়রা'র সংসদ সদস্য মো: আকতারুজ্জামান বাবু বলেছেন, সমৃদ্ধশালী পাইকগাছা গড়তে হলে সর্ব প্রথমে  এ অঞ্চলকে লোনাপানি মুক্ত করতে হবে ৷ 

বর্তমানে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি  তার থেকে পরিত্রাণ পেতে হলে লবণ পানি মুক্ত করতে হবে ৷ গড়ে তুলতে হবে সবুজ বেষ্টনী৷

এমপি বাবু  আরো বলেন,প্রাকৃতিক দুর্যোগ হলেই উপকুলীয় এলাকায় পাউবোর বেঁড়িবাঁধ ভাঙ্গে৷  কারণ 

চিংড়ী ঘেরের কলগই , দুর্বল স্লুইচ গেট, অবৈধভাবে ওয়াবদার তলা দিয়ে পাইপ বসানো৷ ফলে  প্রাকৃতিক দুর্যোগ আইলা, বুলবুল, ফণী,আম্ফান, ইয়াস'র প্রভাবে নির্বাচনী এলাকায় বেঁড়িবাঁধ ভেঙ্গে পোল্ডারে পানি ঢুকে  প্লাবিত. হয়, পরিবেশ,কৃষি ফসল,সরকারী অবকাঠামো ও রাস্তা-ঘাট ঘর-বাড়ী বিনষ্ট হয়। লক্ষ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হই এজন্য   তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন ৷ 

তিনি ব্যবসায়ীদের লবণ পানির বিকল্প হিসেবে মিষ্টি পানিতে মৎস্য চাষ ,শাকসবজি , পশুপালন সহ অন্যান্য বিকল্প পন্থা অবলম্বন করার কথা বলেছেন৷

সমৃদ্ধশালী পাইকগাছা গড়তে  এ অঞ্চলকে লোনাপানি মুক্ত করতে হবে - এমপি বাবু


তিনি অারো বলেন, আমি ঘের বিপক্ষে নই। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে চিংড়ি ঘেরের অবদান রয়েছে৷ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পাইকগাছা চিংড়ি চাষী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এমপি  বাবু এসকল কথা বলেন৷



 শুধু লবন পানি মুক্ত করে মিষ্টি পানির ধান-মাছের  ঘেরের পক্ষে পরামর্শ দেন৷ তিনি অভিযোগ করেন হারির টাকা ঠিকমত কাজ করতে পরিশোধ না করা ,

রাস্তাঘাট সংরক্ষণ ও  বেঁড়িবাঁধ মোরামতে ঘের মালিকদের গাফিলতি রয়েছে। এমপি বাবু গনমানুষের দাবির প্রেক্ষিতে কৃষি সভ্যতা সবুজ বেস্টনি ও মিষ্টি পানির মাছ চাষের পক্ষে মতামত তুলে ধরেন।

সমৃদ্ধশালী পাইকগাছা গড়তে  এ অঞ্চলকে লোনাপানি মুক্ত করতে হবে - এমপি বাবু


 এ সময় ইউপি চেয়ারম্যানগণ এমপি'র বক্তব্যের সাথে একাত্ত্বতা প্রকাশ করে লবন পানি মুক্ত মিষ্টি পানির ধান-মাছ চাষের পক্ষে কথা বলেন। মতবিনিময় সভায় ঘের মালিক ও  চিংড়ি চাষি সমিতির নেতৃবৃন্দ পরিবেশ বজায় রেখে রাস্তাঘাট ও ঘেরের স্লুইচ গেট সংলগ্ন পাউবোর বাঁধ মেরামতের শর্ত দিয়ে ঘের পরিচালনার ওয়াদা করেন।

 তারা সরকারী নির্দেশ মেনে পর্যায় ক্রমে লবন পানির চিংড়ি চাষ থেকে সরে এসে মিষ্টি পানির ধান-মাছ চাষের দিকে ঝুঁকবেন বলে মতামত ব্যক্ত করেন। এজন্য তারা সময় চেয়েছেন৷

সভায় নিজস্ব মতামত তুলে ধরে বক্তব্য  রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু,, 

প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু ,  কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, উপসহকারী প্রকৌশলী মো: রমিত হোসেন,এসআই অভিজিৎ বিশ্বাস,

সমৃদ্ধশালী পাইকগাছা গড়তে  এ অঞ্চলকে লোনাপানি মুক্ত করতে হবে - এমপি বাবু

চিংড়ী চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, আনন্দ মোহন বিশ্বাস, মনোহার চন্দ্র সানা, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, রিপন কুমার মন্ডল, আবুল কালাম আজাদ, কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম,আব্দুস সালাম কেরু,শাহজাদা আবু ইলিয়াস, ব্যবসায়ী দাউদ শরীফ,নির্মল মজুমদার, মো: আবু সাবা,অধীর মন্ডল,আবুল বাশার বাবুল সরদার,সন্তোষ সরদার ও  আবু সাঈদ কালাই মোড়ল, আব্দুল আজিজ, রনি সহ সাংবাদিক ও চিংড়ী চাষী ব্যবসায়ীরা৷




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: