পি,সি মন্ডলঃঃ পাইকগাছা আইনজীবী সমিতির ২০২২ অর্থ বছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় আইনজীবী সমিতির মিলনায়তনে বাজেট অধিবেশনে ২০২২ অর্থ বছরের ৫৩ লাখ টাকার বাজেট ঘোষনাকালে সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি ও জেলা
হিন্দু, বৌদ্ধ ,খ্রীষ্টান,ঐক্য পরিষদের সহ-সভাপতি অজিত কুমার মন্ডল। প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী জজ মেহেদী হাসানমুবারক মুনিম ৷ বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ারুল ইসলাম৷সঞ্চালকের দায়িত্ব পালন ও চলতি অর্থবছরের বাজেট পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. অনাদি কৃষ্ণ মন্ডল ৷ বাজেটে প্রকৃত আয় ও প্রকৃত ব্যয় প্রতিটি ২৪ লাখ ১৯ হাজার ১০ টাকা ৷ প্রস্তাবিত আয় ও ব্যয় প্রতিটি ৫২ লাখ ৯৭ হাজার ১শ ৮৪ টাকা দেখানো হয়েছে৷ বাজেট পেশ করার পর উন্মুক্ত আলোচনায় প্রস্তাবিত বাজেট নিয়ে আইনজীবীদের নানা প্রশ্নের উত্তর ও ব্যাখ্যা প্রদান করেন সমিতির সভাপতি৷অজিত কুমার মন্ডল এসময়ে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,
সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য সোহরাব আলী সানা, জিএ সবুর, শেখ লোকমান হোসেন, কিশোর মোহন মন্ডল, চিত্ত রঞ্জন সরকার, এ্যাড. আব্দুস সাত্তার, সুকান্ত রায়, সমীর কুমার বিশ্বাস, বিপ্লব কান্তি মন্ডল, পীযূষ কান্তি সরকার, পঙ্কজ কুমার ধর, সুকল্যাণ সানা, মো: শফিকুল ইসলাম, মো: মোজাফফার হাসান, প্রধীশ হালদার, প্রশান্ত ঘোষ, এম এম ইদ্রিসুর রহমান, অরুন কুমার মন্ডল, আঃ মজিদ গাজী, জিএম আক্কাছ আলী, মো: আব্দুর রাজ্জাক, আমজাদ হোসেন, কামরুল ইসলাম, দিপংকর সাহা, শিবুপ্রসাদ সরকার, শেখ তৈয়ব হোসেন, এস এম মুজিবর রহমান, শেখ আঃ কালাম আজাদ, সুকুমার দেবনাথ, শেখ আব্দুর রশিদ, অবনী সানা, সুকুমার দেবনাথ,
মোর্ত্তজা আলমগীর রুলু, উইলিয়াম ফোর্ড, মোঃ সফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, বেলাল উদ্দীন, বারিকুল ইসলাল, শংকর ঢালী, উত্তম সানা , রেহানা পারভিন, রাখি, মোহতছিম বিল্লাহ, এস সুবেহ সাদিক, মুজিবর রহমান, সমাবেশ মন্ডল, মোঃ সাইদুর রহমান,একরামুল হক, বিজয়কৃষ্ণ মন্ডল ও রাশনা শারমিন সহ অন্যান্য সদস্যবৃন্দ।বাজেটের প্রথম অধিবেশনে স্বাগত বক্তব্যে আইনজীবী সমিতির সভাপতি এ্যাড.
অজিত কুমার মন্ডল বলেন, আমাদের এই বাজেট অধিবেশন আরো আগে অনুষ্ঠিত হতো। কিন্তু করোনা মহামারীর কারণে দেরিতে আমাদের এই অধিবেশন অনুষ্ঠিত হলো। সর্বপরি বলা যায় ২০২১-২২ অর্থ বছরের আমরা যে বাজেট প্রণয়ন করেছি তাতে সকল আইনজীবীদের মঙ্গলার্থে বাজেট প্রণয়ন করা হয়েছে।
তিনি আরো বলেন, আমরা আইনজীবীরা হলাম একটি পরিবার। আমাদের কাজ করতে গিয়ে অনেকের ভুলত্রুটি হয়ে থাকে। তাই আপনারা আমাদের ভুল ত্রুটি গুলো বাইরে সমালোচনা না করে সরাসরি আমাদের জানান। যাতে করে আমরা ভুল ত্রুটিগুলো সংশোধন করে জেলা আইনজীবী সমিতিকে একটি মডেল আইনজীবী সমিতি হিসেবে গড়ে তুলতে পারবো।
0 coment rios: