Saturday, 15 January 2022

পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে ৬ জনের জরিমানা

পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে ৬ জনের জরিমানা

পি,সি,মন্ডলঃঃ  করোনার নতুন ঢেউ প্রতিরোধে সরকারের ১১ দফা বিধিনিষেধ বাস্তবায়নে পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে  মাস্ক বিহিন ৬ জনের কাছ থেকে ৬শ টাকা  জরিমানা আদায় করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পৌর বাজারে, বিভিন্ন সড়কে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ বিষয়ে নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, সরকার সম্প্রতি যে ১১ দফা বিধিনিষেধ জারি করেছে ৷ বর্তমান দেশের বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই এ সিদ্ধান্ত অত্যন্ত বিবেচনাপ্রসূত ৷ আমরা প্রশাসনের পক্ষ থেকে ইতোপূর্বে দিন-রাত মাঠে ছিলাম৷ মানুষকে সচেতন করার চেষ্টা করেছি৷ এখন তার ব্যতিক্রম নয় ৷ মাঝে কিছুদিনের গ্যাপ তৈরিতে অসচেতনা মানুষের মধ্যে বৃদ্ধি পেয়েছে৷ সেটা দুর করতে মানুষের মধ্যে সচেতনতা তৈরি আমরা পুনরায় চেষ্টা করছি৷ মানুষের মাঝে করোনার  ভয়াবহতা সম্পর্কে সচেতন করার জন্য, ওমিক্রনের নতুন ঢেউ থেকে বাঁচতে হলে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নাই৷ রাত ৮ পর দোকান পাট বন্ধ থাকবে ও  করেনা প্রতিরোধে সরকারী বিধিনিষেধ বাস্তবয়নে জনসচেতনতা বৃদ্ধিতে অব্যাহত ভাবে  অভিযান পরিচালনা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, পেশকার প্রতুল জোদ্দার সহ আনসার সদস্যবৃন্দ।





শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: