পাইকগাছায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচীবকে সংবর্ধনা,বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও কম্বল বিতারণ
খুলনার পাইকগাছার কপিলমুনি মেহেরুনন্নেছা বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রানলয়ের সচিব তপন কান্তি ঘোষকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পার সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রানলয়ের সিনিয়র সচিব পাইকগাছা থানার কৃতি সন্তান তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান, কপিলমুনি ইউ, পি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দ্দার। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। এর আগে তিনি টিসিবি পণ্য সামগ্রী উদ্বোধন ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শেষে তিনি ছিন্নমুল মানুষের মাঝে রাঁধা শ্রী নিবাস ফাউন্ডেশন প্রদত্ত কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, ওসি মোঃ জিয়াউর রহমান, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দারসহ নানা শ্রেনী পেশার মানুষ।
0 coment rios: