এ সময় জমির মালিকরা বলেন, ৪ নং দেলুটি ইউনিয়নে দেলুটি ও জিরবুনিয়া নিয়ে ২১ নং পোল্ডার। পোল্ডাটি ১৬ কিলোমিটার ওয়াপদা দিয়ে বেষ্টিত। জমির পরিমান রয়েছে ১১ হাজার বিঘা।
যাহা বন্ধের উপক্রম হয়েছে। ব্যক্তি মালিকানার গেট দিয়ে পানি নিস্কাশন হয়। এ গেট গুলো বন্ধ করে দিলে জলাবদ্ধা সৃষ্টি হয়ে ধান মাছ দুটোই চরম ক্ষতি গ্রস্ত হবে। ---বর্তমানে দেলুটি ২১ নং পোল্ডারে লবন পানি চিংড়ি চাষের পাশাপাশি একর প্রতি ৫০ থেকে ৬০ মন ধান ফলন হয়েছে।
তারা আরো বলেন ২১ নং পোল্ডারের স্লুইসগেট মেরামত, গাউসিয়া নদী খনন, ১৬ কিঃমিঃ ওয়াপদা সংস্কার না করে চিংড়ি লীজ ঘের বন্ধ করে দিলে আমাদের বেঁচে থাকার কোন উপায় থাকবে না। আমাদের পানি নিষ্কাশন ও ওয়াপদা বাঁধ মেরামত ব্যবস্থা করে চিংড়ি ঘের বন্ধ করলে আমরা বেঁচে থাকবো।
আমরাও লবন পানি মুক্ত চাই। জমির মালিকদের পক্ষে স্বারক লিপি দেয়ার সময় উপস্তিত ছিলেন, জমির মালিক ও ইউনিয়ন আ’লীগের সভাপতি নির্মল কান্তি মন্ডল, নিরজ্ঞন রায়, বিভূতি ভূষন রায়, ভবানী কান্ত রায়, চম্পক বিশ্বাস, জালাল উদ্দীন, আবুল হোসেন সহ দেলুটির ইউপির অনন্য জমির মালিক বৃন্দ উপস্থিত ছিলেন।
0 coment rios: