পি,সি,মন্ডলঃঃ পাইকগাছায় উপজেলা চিংড়ী চাষী সমিতির নেতৃত্বের সাথে দেলুটি ইউনিয়নের ২১ নং পোল্ডারের চিংড়ী চাষী ও জমির মালিকরা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে রয়্যাল ফিস কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা চিংড়ী চাষী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নির্মল কান্তি মন্ডল, আবুল হোসেন, বিভুতি ভুষন, নিরাঞ্জন ঢালী, কালিদাস ঢালী, বাবর আলী মোড়ল, তৌহিদুর রহমান, মুজিবর শেখ, দীপক মন্ডল, মনিরুল সরদার, মোস্তফা গাজী, আতিয়ার রহমান, মফিজুল, মান্নাফ, পিটার মন্ডল সহ অনেকে।
0 coment rios: