শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
খুলনার ডুমুরিয়ার শোলগাতিয়া হদেরাম তলা বাজারে শরিফুল সরদারের চায়ের দোকান থেকে গড়কাল বুধবার (০৫জানুয়ারি) দিবাগত রাতে জুয়ার সারঞ্জামাদি ও নগদ অর্থসহ ৮ জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় আজ বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) ডুমুরিয়া থানায় মামলা হয়েছে।
গ্রেফতারকৃতরা হল- ডুমুরিয়ার রুদাঘরা এলাকার গণি বিশ্বাসের ছেলে শরিফুল বিশ্বাস (২৫), মৃত আলী শেখের ছেলে মান্নান শেখ (৩৩), উপানন্দ সরদারের পুত্র দীনেশ সরদার (২৮) ও সমরেশ সরদার (২২), জাহিদুল সরদারে ছেলে বাপ্পী সরদার (২২), পরিমল গাইনের পুত্র উজ্জ্বল গাইন (২৪), মৃত আজিজ সরদারের ছেলে মোঃ বিল্লাল সরদার (৪০), চহেড়া এলাকার মৃত ভবনাথ মন্ডলের পুত্র শ্যামপদ মন্ডল (৫০)। এঘটনায় এস আই (নিঃ) ইন্দ্ৰজিৎ মল্লিক বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা করেছেনবিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান,ধৃত আসামীদের গতকাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
0 coment rios: