পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছাঃঃ পাইকগাছায় দেলুটিতে লবণ পানির উত্তোলন করে চিংড়ি চাষের পক্ষে ঘের মালিকরা৷ মিষ্টিপানিতে একই সঙ্গে ধান ও চিংড়ি চাষের পক্ষে জমির মালিকেরা অবস্থান নিয়েছে৷ পক্ষে-বিপক্ষে অবস্থানের কারণে দেলুটির ২০নং ও ২১নং পোল্ডারবাসীরা দ্বিধাবিভক্ত৷ উভয় পক্ষ স্ব স্ব যুক্তি তুলে ধরে জনবল বাড়াতে নিত্যদিন সভা, সমাবেশ, স্মারকলিপি, মানববন্ধনের মত কর্মসূচি অব্যহত রেখেছেন৷ ধারাবাহিকতায় শুক্রবার সকাল ১০টায় স্থানীয় ফুলবাড়িয়া বাজারে ২১নং পোল্ডারবাসী সমবেত হয়ে লবণ পানির বিপক্ষে অবস্থান নিয়ে মানববন্ধন করেছে৷ "পরিবেশ বিধ্বংসী লবণ পানিকে না বলি, পরিবেশের পক্ষে অবস্থা করি"- প্রতিপাদ্যে ভোলটন মন্ডল-এর সভাপতিতত্বে মানববন্ধনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ইউপি সদস্য সুকুমার কবিরাজ, কিংশুক রায় মঙ্গল গাইন, বিনতা রানী সরকার, মেরী রানী সরদার, ল²ী রানী সরকার, হরিদাশ মন্ডল সহ স্থানীয় সর্বসাধারণ উপস্থিত ছিলেন। এসময় লবণপানি না ঢোকানোয় তরমুজ, তিল ও সবজি চাষে বিঘাপ্রতি জমিতে প্রায় দেড় লাখ টাকা আয় করতে পেরেছেন কৃষকেরা।
একদিকে জমির উর্বরতা ও মাটির গুণাগুণ বেড়ে যাচ্ছে, অন্যদিকে জমির মালিক ও কৃষকেরা ফসল ফলিয়ে কৃষিসমৃদ্ধ দেশ গড়ার পাশাপাশি তাঁরা স্বাবলম্বী হচ্ছেন বলে বক্তারা দাবি করেন৷
তারা আরো বলেন, লবণপানির চিংড়ি চাষের ফলে পানির ঢেউয়ে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে পাকা ও কাঁচা রাস্তা ভেঙে নষ্ট হচ্ছে, ঘেরমালিক ওয়াপদার রাস্তা কেটে নষ্ট করছে। যেখানে কেটে পাইপ ঢোকানো হচ্ছে, সেখানে নিচু হয়ে নদীর জোয়ারের পানি প্রবেশ করে ভেঙে এলাকা প্লাবিত হয়ে ক্ষতি হচ্ছে।
অপরদিকে, চিংড়ী চাষের সুফল তুলে ধরে ও ধান চাষ অব্যাহত রাখতে বুধবার দুপুর আড়াইটায় উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর বরাবর জমির মালিকদের পক্ষে সহস্রাধিক লোকের স্বাক্ষরিত স্মারকলিপি দিয়েছেন৷
উপস্থিত ছিলেন, দেলুটি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নির্মল কান্তি মন্ডল, আবুল হোসেন, নিরঞ্জন রায় ও বিভূতিভূষণ রায়। এছাড়া জেলা প্রশাসকসহ ৫ টি দপ্তরে অনুলিপি দেয়া হয়েছে বলে জানান। এদিকে উভয় পক্ষের বিভিন্ন কর্মসূচির কারণে এলাকায় কোনো অশান্তি তৈরি না হয় সে ব্যাপারে উদ্বেগ জানিয়ে প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
0 coment rios: