স্নেহেন্দু বিকাশ- পাইকগাছায় খুলনা-৬'র এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, শান্তি ও মানব কল্যানে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের নীতি-দর্শন সমাজ পরিবর্তনে প্রেরনা যোগাবে। সোমবার বিকেলে উপজেলার মঠবাটীতে ঠাকুর অনুকুল চন্দ্রের শুভ ১৩৪ তম জন্ম মহোৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন পুজা পরিষদ নেতা প্রজিৎ রায়,এ্যাডঃ সুকুমার দেবনাথ,স্নেহেন্দু বিকাশ, নিমাই দেবনাথ,সুভাষ দেবনাথ,শংকর দেবনাথ,ইউপি সদস্য খুকিমনি, হারুনুর রশীদ,সাবেক সদস্য নাজমা কামাল,যুবলীগ নেতা মিথুন দেবনাথ,বারিক গাজী,আকরামুল ইসলাম,সোয়েব আলী,গৌতম রায়,দীপঙ্কর মুনি,তছলিম হুসাইন তাজ,ইদ্রিস আলী,সরোজিৎ রায়, ছাত্রলীগ নেতা রমজান,রনি,নয়ন,রাসেল,সাব্বির,ফয়সাল,নাছিম,মিথুন সহ প্রমা,কেয়া,তমা ও আয়োজকরা
0 coment rios: