শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।ঃঃ সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃর্শত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবীতে ১২ জানুয়ারি দুপুরে জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যেগে ডুমুরিয়ার গুটুদিয়া ফুটবল মযদানে এক বিশাল গন সমাবেশ অনুষ্ঠিত হয।
জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীয় সদস্য মশিউর রহমান, প্রধানবক্তার বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল ইসলাম মনা,বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রিয় বিএনপির তথ্য ও গবেষনা বিষযক সম্পাদক আজিজুর বারী হেলাল, কেন্দ্রীয় বিএনপির নেতা জযন্ত কুমার কুন্ডু,। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেরুল ইসলাম সাবু, সাহারুজ্জামান মোর্তজা, মুস্তাফিজুর রহমান ইউসুফ আলী খান, আলী আকবার চুন্নু, এম এ জিলানী, ফকরুল ইসলাম রবিন, ওমর ফারুক কওছার, মোহাম্মদ, শাকিল আহমম্মদ, তৈয়েবুর রহমান, চৌধুরী শরিফুল ইসলাম শামিম, সৈয়দা রেহেনা ঈসা, মাহাবুল হোসেন পিয়ারু, গালিব ইমতিয়াজ নাহিদ, মোল্ল্যা কবির হোসেন, একরামুল হক হেলাল, ইবাদুল হক রুবায়েত, খান ইসমাইল হোসেন, এ্যাড. সেতারা বেগম, ইনতিয়াজ আহম্মেদ, গোলাম মোস্তফা তুহিন, তাজিম বিশ্বাস,আ: মান্নান মিস্ত্রি, ইবাদুল হক রুবায়েত, সাজ্জাত আহসান গোরা, শাহাদাৎত হোসেন ডাবলু, ফারুক হোসেন, অসিত কুমার সাহা, হাফিজুর রহমান মনি, মুশিদ কামাল, মোল্ল্যা মোশাররফ হোসেন মফিজ প্রমুখ।
0 coment rios: