প্রত্যাশার কাঙ্ক্ষিত সীমানা ছুঁতে পারিনি
ব্যর্থতার চোরাবালিতে হারিয়ে গেছে।
হতাশারা আমাকে প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে
অশান্তি, অস্থিরতা এখন আমার নিত্য সাথী
আমি ক্লান্ত, অবসন্ন, অধীর, অশান্ত, কিংকর্তব্যবিমূঢ়
আমি আর আগের মতো নেই
বদলে গেছি, মনটা মরে গেছে
সুখ-শান্তি, আনন্দ-উল্লাস, স্বপ্ন সাধ
সবকিছু হয়ে গেছে ম্লান।
প্রত্যাশার কাঙ্ক্ষিত সীমানা ছুঁতে—
না পারাটা যে কত কষ্টকর
তা কাউকে বোঝাতে পারছি না।
বরং সবার সাথে দূরত্বটাই বাড়ছে
এ যে কত কষ্ট
তা কী করে বোঝাব, বলো তো?
0 coment rios: