খুলনা পাইকগাছা উপজেলার গড়ই খালিতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটি (সিপিপি) এর স্বেচ্ছাসেবকদের মাঝে সাংকেতিক যন্ত্রপাতি বিতরণ ও সিপিপি এর ইউনিয়ন অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার গড়ই খালি ইউনিয়ন এর সিপিপির নিজস্ব কার্যালয়ে উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটি (সিপিপি) এর আয়োজনে, গড়ইখালি ইউনিয়ন ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটি (সিপিপি) এর ১৮০ জন স্বেচ্ছাসেবকদের মাঝে সাংকেতিক যন্ত্রপাতি বিতরণ ও অফিস উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাংকেতিক যন্ত্রপাতি ও ব্যক্তিগত সরঞ্জাম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, ১০ নং গড়ই খালি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম (কেরু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর পাইকগাছা উপজেলা, টিম লিডার আব্দুল্লাহ আল মামুন। এসময় তিনি বলেন, বাংলাদেশে হাজার হাজার মানুষ সিপিপি’র স্বেচ্ছাসেবক হিসাবে বর্তমানে কাজ করছেন। যার মধ্যে নারীর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে অর্ধেক নারী স্বেচ্ছাসেবক রয়েছে। তিনি আরও বলেন, আপনারা স্বেচ্ছায় এ কর্মসূচীতে যোগ দিয়েছেন। সিপিপির সাফল্যের জন্য এ বছর জাতিসংঘ থেকে আমরা পুরষ্কার পেয়েছি। এ পুরষ্কার পাওয়ার পিছনে আপনারা যারা স্বেচ্ছাসেবক আছেন তাদের অবদান সবচেয়ে বেশী। সাধারন মানুষের সেবা দিতে গিয়ে এ পর্যন্ত স্বেচ্ছাসেবকদের মধ্যে হতে বিভিন্ন দূর্যোগে ২৭ জন প্রাণ দিয়েছেন। আমি বিশ্বাস করি আপনারা দূর্যোগ এলে সেটিকে দৃঢ়তার সাথে মোকাবেলা করার চেষ্টা করেন। এসময় তিনি দূর্যোগ থেকে বাঁচতে ও সমাজকে বাঁচাতে সকল স্বেচ্ছাসেবকদেরকে সময় মত এগিয়ে এসে জনসাধারনের পাশে থাকতে অনুরোধ জানান। ইউনিয়ন টিমলিডার আসাদুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা রেড ক্রিসেন্ট কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন সহ এলাকার বেক্তিবর্গ ও ইউনিয়ন সিপিপির সকল সদস্যগণ।
0 coment rios: