পাইকগাছা প্রতিনিধিঃ খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মােঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ শান্তিতে থাকে। তিনি বলেন, যে এলাকার যােগাযােগ ব্যবস্থা যত উন্নত সে এলাকার আর্থসামাজিক অবস্থাও তত উন্নত। এমপি বাবু বলেন, নির্বাচিত হওয়ার পর সর্বাধিক গুরুত্ব দিয়ে এলাকার যােগাযােগ ব্যবস্থাকে উন্নত এবং আধুনিকায়ন করার চেষ্টা করছি। প্রায় সাড়ে ৩শ কোটি টাকা ব্যয়ে প্রধান সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতােপূর্বে খুলনার সাথে নির্বাচনী এলাকার যােগাযােগ ব্যবস্থা খুববেশি উন্নত ছিল না। এজন্য যাতায়াতে সাধারণ মানুষের ভােগান্তি হতাে। জেলা শহরের সাথে এলাকার যােগাযােগ ব্যবস্থা সহজ এবং উন্নত করতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। যার মধ্যে বটিয়াঘাটা থেকে পাইকগাছা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের আওতায় বিকল্প সড়ক নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ৩টি ব্রিজ নির্মাণ ও ফেরী সহ এ প্রকল্পে প্রায় ১ হাজার কোটি টাকা ব্যয় হবে। এটি বাস্তবায়ন হলে নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রাবাসীর জীবনমান উন্নয়ন সহ জেলা শহরে যাতায়াত সহজ হবে।এভাবেই এলাকার প্রতিটি যােগাযােগ ব্যবস্থার উন্নয়ন করা হবে বলে তিনি জানান। তিনি শুক্রবার সকালে পাইকগাছা-সােলাদানা, বটিয়াঘাটা-জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রস্তাবিত প্রকল্পের নির্ধারিত এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসলাম আলী, নির্বাহী প্রকৌশলী আনিছুজ্জামান মাসুদ,উপজেলা চেয়ারম্যান আনােয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপ-সহকারী প্রকৌশলী আজিম কাওছার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরােজ বুলু, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, আব্দুল মান্নান গাজী, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, আওয়ামী লীগনেতা নির্মল মন্ডল, বিভ,তি ভূষণ সানা, প্রভাষক ময়নুল ইসলাম, জেলা যুবলীগনেতা শামীম সরকার, প্রেসক্লাবের সহ-সভাপতি মােঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, সাংবাদিক এমআর মন্টু, দাউদ শরীফ, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, মৃগাঙ্গ বিশ্বাস, অঞ্জন মন্ডল, ইউপি সদস্য কিংশুক রায়, সুকুমার কবিরাজ, রাম টিকাদার, পবিত্র সরদার, রিংকু রায়, পলাশ, মেরী রানী সরদার, লক্ষী রানী ও বিনতা সরকার, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, রমজান সরদার ও মাজহারুল ইসলাম মিথুন সহ আরাে অনেকে।
0 coment rios: