পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়নের উত্তর খড়িয়া গ্রামের অমল সরদারের ছেলে রাকেশ সরদার (১৩) ভারতে অবস্থানরত কাকার কাছে যাওয়ার উদ্দেশ্যে দীর্ঘ ১০ মাস পূর্বে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং ভারতীয় বিএসএফের কাছে সীমান্তে আটকা পড়ে ।
পরবর্তীতে ভারতীয় কর্তৃপক্ষ তাকে একটি আশ্রমে পাঠিয়ে দেয় । এদিকে ছেলে ভারতে আটকা পড়ায় রাকেশের পিতা-মাতা দিশেহারা হয়ে পড়ে এবং তারা পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের চেয়ারম্যান জনাব কে এম আরিফুজ্জামান (তুহিন) এর শরণাপন্ন হয় ।
চেয়ারম্যান মহোদয় রাকেশকে ফিরিয়ে আনানর উদ্দেশ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সহ মানবাধিকার সংগঠনের সাথে বারবার যোগাযোগ করতে থাকেন । একপর্যায়ে ভারতীয় কর্তৃপক্ষ রাকেশকে পুশব্যাক করতে সম্মত হয় ।
আজ ৭ই জানুয়ারী রাকেশকে বেনাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে আনা হয় এবং সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রাকেশকে চেয়ারম্যান এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয় ।
তাৎক্ষণিকভাবে রাকেশের বাবার প্রতিক্রিয়া জানতে চাইলে, তিনি জানান লস্কর ইউনিয়নের তুহিন সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় ১০ মাস পর ছেলে রাকেশকে ফিরে পেলাম, আমরা চিরদিন তার কাছে কৃতজ্ঞ থাকবো।
0 coment rios: