স্নেহেন্দু বিকাশ- পাইকগাছায় ক্রাম বোর্ড খেলার সময় রড পেটায় শুভদ্বীপ নামে এক কলেজ ছাত্রকে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে দেলুটি'র কালীনগর উদয়ন সংঘের সামনে একটি চায়ের দোকানে এ ঘটনাটি ঘটেছে। দেলুটির কালীনগর গ্রামের মৃতঃ রবীন্দ্র নাথ গাইনের ছেলে কলেজ ছাত্র শুভদ্বীপ গাইন জানান, চলতি বোরো ক্ষেতের কৃষানের জন্য বৃহস্পতিবার সন্ধ্যার সময় উত্তম টি স্টোরে গিযে ক্রাম খেলা দেখছিলাম । এ সময় খেলার একটি গুটি তোলা নিয়ে স্থানীয় রুহিদাশ গাইনের ছেলে গৌরপদ আমার অকথ্য ভাষায় গালমন্দ শুরু করে। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানান,দু'জনের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে চড়-থাপ্পড় ও পরে রড বের করে শুভদ্বীপের মাথায় বাড়ি মারলে সে জখম হয়। এ ঘটনার পর স্থানীয়দের সহয়তায় আহত ছাত্রের মা সন্ধ্যা রানী ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে ভর্তি করেছেন। এ রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
Friday, 11 February 2022
Author: সুপ্রভাত পাইকগাছা
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios: