পি,সি,মন্ডলঃঃ পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে বন্য প্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ধুম কাছিম ও সন্ধি কাছিম ক্রয়-বিক্রয় করার অপরাধে জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সোলাদানা ইউপির চারবান্ধা বাজারে কাছিম ক্রয়-বিক্রয়ের সময় ছালুবুনিয়া গ্রামের কমলেশ ঢালী (৩৮) কে ১টি ধুম কাছিম, ৫টি সন্ধি কাছিম ও ডিজিটাল ওয়েট মেশিন সহ আটক করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম ভ্রাম্যমান আদালত বসিয়ে কমলেশকে ৮ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, খুলনা বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃত সংরক্ষণ বিভাগের ওয়াইল্ড লাইফ রেঞ্জার রেঞ্জ কর্মকর্তা মোঃ লুৎফর পারভেজ, জুনিয়র অফিসার মোঃ শাহিন, দেবদাস কবিরাজ, মোঃ ইমজামাম, পেশকার প্রতুল জোদ্দার সহ সঙ্গীয় ফোর্স। পরে উপজেলা পরিষদ জলাশয়ে কাছিমগুলো অবমুক্ত করা হয়।
0 coment rios: