জানা যায়, প্রাকৃতিক উৎস থেকে পারশে মাছের পোনা আহরণের সময় তাদেরকে পোনাসহ হাতেনাতে আটক করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। আটককৃতরা হলেন কযরার কালনার মোঃ দিদার ইসলাম, দেলুটীর মোঃ হযরত আলী, গড়ইখালীর মোঃ আব্দুল আলিম এবং নলডাঙ্গার মোঃ বিল্লাল শেখ। ভ্রাম্যমান আদালতে "মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০, ধারা-০৩" মোতাবেক তাদের প্রত্যেককে ৫,০০০ টাকা করে ৪ জনকে মোট ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন তিনি।
অভিযান পরিচালনাকালে আরোও অংশ নেন উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার পবিত্র কুমার দাস, সহকারী উপজেলা মৎস্য অফিসার মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন, আনসার সদস্য রাকিব ও জাহাঙ্গীর ও পেশকার প্রতুল জোয়ার্দার।
এ সময় জব্দকৃত প্রায় ৫০০ কেজি পারশে মাছের পোনা নদীতে অবমুক্ত করে দেওয়া হয়।
0 coment rios: